যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি,
তারে বুঝিতে পারিনি।।
যে ছিল আমার স্বপনচারিনী
তারে বুঝিতে পারিনি,
তারে বুঝিতে পারিনি।।
দিন চলে গেছে
খুঁজিতে খুঁজিতে ও গো -
যে ছিল আমার স্বপনচারিণী।
শুভক্ষণে কাছে ডাকিলে
লজ্জা আমার
ঢাকিলে গো -
তোমারে সহজে
পেরেছি বুঝিতে।
যে ছিল আমার স্বপনচারিণী।
কে মোরে ফিরাবে অনাদরে?
কে মোরে ডাকিবে কাছে?
কাহারও প্রেমের বেদনায়
আমারও মুল্য আছে?
ওগো - কে মোরে ডাকিবে কাছে?
এ নিরন্তর সংশয়ে হায়
পারিনে জুঝিতে
আমি তোমারেই শুধু
পেরেছি বুঝিতে
ও গো যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি,
তারে বুঝিতে পারিনি।
যে ছিল আমার স্বপনচারিণী।।
তারে বুঝিতে পারিনি,
তারে বুঝিতে পারিনি।।
যে ছিল আমার স্বপনচারিনী
তারে বুঝিতে পারিনি,
তারে বুঝিতে পারিনি।।
দিন চলে গেছে
খুঁজিতে খুঁজিতে ও গো -
যে ছিল আমার স্বপনচারিণী।
শুভক্ষণে কাছে ডাকিলে
লজ্জা আমার
ঢাকিলে গো -
তোমারে সহজে
পেরেছি বুঝিতে।
যে ছিল আমার স্বপনচারিণী।
কে মোরে ফিরাবে অনাদরে?
কে মোরে ডাকিবে কাছে?
কাহারও প্রেমের বেদনায়
আমারও মুল্য আছে?
ওগো - কে মোরে ডাকিবে কাছে?
এ নিরন্তর সংশয়ে হায়
পারিনে জুঝিতে
আমি তোমারেই শুধু
পেরেছি বুঝিতে
ও গো যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি,
তারে বুঝিতে পারিনি।
যে ছিল আমার স্বপনচারিণী।।