Tabu Mone Rekho Rabindranath Tagore lyrics

 
 
Tabu Mone Rekho
 
তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
তবু মনে রেখো
যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি
মনে রেখো
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো



Artikel Terkait