Tokhon Baje Barota Full Music Lyrics

Tokhon Baje Barota


Image result for naqaab tokhon baje barota full lyrics

সুন্দরী রে আয় করি রে তোর কাছে কবুল
মনেতে যা যা আছে আজ
কুলফি হয়ে জমেছে মনে টাটকা গোলাপ ফুল
দুচোখে নবাবী মেজাজ
কেন হাতছানি তুই দিস
ছুঁতে গেলেই ছেঁকা.
তখন বাজে বারোটা
আমার বাজে বারোটা
মন তা কে কি করে সারাবি বল?
ঘায়েল সে হয়েছে তোরি জ্বালায়
আমাকে কি তুই হ্যাংলা ভাবিস
পাগল হয়েছি টোরি খেলায়
এক পা এগোলেই
তুই যাস পিছিয়ে যাস
ছুঁতে গেলেই ছেঁকা.
তখন বাজে বারোটা
আমার বাজে বারোটা
ফুলঝুরি ফুটেছে রংবেরঙের
তও কেন এখনো দেখলিনা তুই
বুক জুড়ে হয়েছে হাজার আওয়াজ
তও কেন এখনো দেখলিনা তুই



Artikel Terkait