Tapur Tupur Arnad dutta lyrics

 টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়।
রংবেরং এর বেলোয়ারি সাতরঙা রংমুখ
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝড়বে পথে




দুলবে হাওয়া পথে,
থাকব দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে।
শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকব দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে।
গাইব তরী দৃষ্টিপানে এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়।
খর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরই বুকে
ফিরব মোরা মনের ঘাটে সন্ধে নামার মুখে।
খর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরই বুকে
ফিরব মোরা মনের ঘাটে সন্ধে নামার মুখে।
বলি ও রজনী...
বলি ও রজনী...
তোর হাতে যে পিয়ার আঁখি কান।
টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়।
কেমন করে এমন হল
যা হত না আগে
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে।
কেমন করে এমন হল
যা হত না আগে
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে।
বলি ও সজনী...
বলি ও সজনী...
তোর হাতে যে আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়।



Artikel Terkait