খেলাটা দু চোখের
খেলাটা পুরোনো
কিছুটা ছোঁয়াছুঁয়ি
ছুটে যেতে যেতে যেতে পড়ে যাবে ধরা
খেলাটা আকাশের
খেলাটা মেঘেদের
কিছুটা বৃষ্টির মতই
ভিজে যেতে যেতে যেতে ভালোবাসে যারা
অজুহাত খোজে মন সারাদিন
কত আর বোঝাবো নিজেকে?
চলো বসা যাক
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না
চলো ভাসা যাক
ভালোবাসা যাক
যেন আর কাউকে চিনিনা
কাউকে চিনিনা অহ...
কাউকে চিনিনা অহ... না
তোমাকে যতটা বেসেছি ভালো
পেয়েছি তারও বেশি ভয়
তোমাকে দিয়েছি যা ছিলো আমার
তোমাকে দিয়েছি সময়
তুমি শেষ কথা আমার
তুমি শুরুর রাত ও ভোর
আমি মরুভূমি আর তুমি মরুদ্যান
চলো বসা যাক
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না
চলো ভাসা যাক
ভালোবাসা যাক
যেন আর কাউকে চিনিনা অহ...
কাউকে চিনিনা
কাউকে চিনিনা
নিজের স্রোতে আমি ভেসে গেছি
আমাকে কে আর পায়
নিজেকে যেন পেয়ে বসে গেছি
তোমার হাতের রেখায়
অজুহাত খোজে মন সারাদিন
কত আর বোঝাবো নিজেকে?
চলো বসা যাক
ভালোবাসা যাক
যেন আর কিচ্ছু পারি না
চলো ভাসা যাক
ভালোবাসা যাক
যেন আর কাউকে চিনিনা...
কাউকে চিনিনা...
কাউকে চিনিনা...